অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম
 




আজকের পোস্ট টি  থেকে দেখতে পারবেন কিভাবে ঘরে বসে বিমানের টিকিট কাটতে হয় সম্পুর্ন গাইডলাইন। 

প্রথমে আপনি আপনার ফোন বা আপনার কম্পিউটার,ল্যাপটপ থেকে  যেকোনো ব্রাউজার এ যেয়ে 
আপনি যেই বিমান এর টিকিট কাটবেন তার ওয়েবসাইট এর নাম লিখে সার্চ করুন। নিচে কিছু বিমান এর টিকিট এর ওয়েবসাইট লিংক দেওয়া হলো। লিংক এ ক্লিক করে টিকিট কাটতে পারবেন পছন্দমতো। 
আন্তর্জাতিক ও দেশীয় উভয়ের জন্য নিচে কিছু বিমান এর টিকিট কাটার ওয়েবসাইট দেখানো হলো 

Sky Scanner - এই ওয়েবসাইট এ বিভিন্ন এয়ারলাইনের দাম তুলনা মূলক কম এবং সাশ্রয়ী টিকিট খুজতে সুবিধা আছে। 


Google Flights -সহজেই বিভিন্ন রুটে ফ্লাইট খুঁজে দেখতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি। 


Expedia - এই ওয়েবসাইট এ বিমান এর টিকিট এর পাশাপাশি হোটেল ও গাড়িও বুকিং করা যায় সহজেই।  


Kyak -এটা মূলত অফার টিকিট মূল্য বা ডিসকাউন্ট ফ্লাইট খোঁজার জন্য ভালো। এতে সহজেই কম দামে টিকিট পাবেন যেকোনো বিমানের। 


Trip.com - এই ওয়েবসাইট এ ফ্লাইট গুলো চায়না ও এশিয়ান ফ্লাইটগুলোর জন্য জনপ্রিয়। 

বাংলাদেশের ভিতরে যে বিমান গুলো চলাচল করে সেগুলোর  ওয়েবসাইট লিস্ট দেওয়া হলো যেগুলোর মাধ্যমে খুব সহজে বাংলাদেশের ভিতরের বিমানের টিকিট কাটতে পারবেন।  
চলুন দেখে নিই বাংলাদেশের ভিতরের বিমান এর টিকিট সংগ্রহ করার ওয়েবসাইট গুলো। 

ShareTrip - বাংলাদেশের প্রথম বিমান এর অনলাইন টিকিট ট্রাভেল এজেন্সি। এবং আরও একটি সুবিধা আছে সেটি হলো শেয়ার ট্রিপ অ্যাড। 

GoZayan - খুব ইউজার ফ্রেন্ডলি ইন্টার ফেস, ডিসকাউন্ট অফার ও থাকে ভালো,সহজেই বাংলাদেশের মধ্যে বিমান ভ্রমন  করার জন্য টিকিট পাবেন। 

Flight Expert - দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট এর জন্য খুবই কাজের।

Biman Bangladesh Airlines - যদি আপনি বিমানের অফিসিয়াল ফ্লাইট নিতে চান তাহলে দেখতে পারেন। 

Travel Booking BD - এটিতে সহজেই বুকিং করা যায় এবং কস্টমার সার্ভিস ভালো। 



টিকিট কাটার আগে ভিন্ন ভিন্ন সাইটে দাম চেক করে তুলনা করুন 



ফ্লাইট নিতে উপরের যেই বিমান পছন্দ তার ওয়েবসাইট লিংকে প্রবেশ করুন।  তারপর যেভাবে ট্রিপ নিবেন / টিকিট নিবেন ওয়েবসাইটে প্রবেশ করে 

From আইকন এ আপনি যেখান থেকে বিমানে উঠবেন সেই এয়ারপোর্ট নাম লিখে সিলেক্ট করুন। 
To : আপনি যেই এয়ারপোর্টে যাবেন মানে আপনি যেখানে যাবেন সেটি সিলেক্ট করুন এবং কনফার্ম করুন।  
 তাখিখের জায়গায় তারিখ দিবেন তারপরে আপনি যদি রিটার্ন টিকিট কাটতে চান তাহলে ফিরে আসার তারিখ দিন এবং Fare Type সিলেক্টেড করে সার্চ করুন। টিকিট মূল্য দেখে সিলেকশন করার পরে ক্রয় করুন। 
এবং সবশেষে টিকিট ফোনে ডাউনলোড করুন অথবা তার একটা স্ক্রিন সট নিয়ে রাখুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url