অনলাইনে জমির দলিল বের করার নিয়ম বাংলাদেশ

 অনলাইনে জমির দলিল বের করার নিয়ম বাংলাদেশ




বাংলাাদেশে এখন অনলইনে  জমির দলিল বের করা এখন অনেক সহজ ।  অনলাইন এ যেভাবে আপনার জমির দলিল খুব সহজে বের করতে পারবেন  সেটা দেখানো হলো ।


১ঃ প্রথমে ভূমি তথ্য ওয়েবসাাইটে প্রবেশ করুন 

 এখানে ক্লিক করুন  ভূমি তথ্য ওয়েবসাইট  এটা হলো বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রনালয় এর অফিসিয়াল ওয়েবসাইট ।

২ ঃ ভূমি সেবা - eporcha বা খাতিয়ান দেখার ওয়েবসাইট ব্যবহার করুন ।

ই পরচা ওয়েবসাইট যেতে  ক্লিক করুন ।  এখানে  আপনি খতিয়ান ( CS,SA,RS,BS) অনলাইন এ দেখতে পারবেন ।

৩ ঃ আপনার জেলার তথ্য নির্বাচন করুন।

  •  আপনার জেলা নির্বাচন করুন
  • আপনার   উপজেলা নির্বাচন করুন
  • আপনার   মৌজা নির্বাচন করুন
এর পর খতিয়ান নাম্বার বা দাগ দিয়ে সার্চ করুন

৪ঃ অনলাইন এ খাতিয়ান/দলিল যাচাই করুন 
যদি তথ্য ডিজিটাল ফরমেটে থাকে,তাহলে আপনি পর্চা দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কি পরিশোধ করে অনলাইন কপি পাওয়া যায় ।


  • দলিল মানে মূলত রেজিস্ট্রি দলিল ,যেটা সাব-রেজিস্ট্রি অফিস এ রেজিস্ট্রেশন হয় 
  • খাতিয়ান মানে জমির রেকর্ড ,যা ভূমি অফিসে তৈরি হয় ।
  • অনলাইনে সব মৌজার তথ্য েএখনো সংযুক্ত হয়নি ,তাই কিছু তথ্য হয়তো আপনি অনলাইনে পাবেন না।
  • সে ক্ষেত্রে স্থানীয় ভুমি অফিস এ যোগাযোগ করতে হবে।
 দরকার হলে ১৬১২২ নাম্বারে কল করে সহায়তা নিতে পারেন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url