অনলাইনে জমির দলিল বের করার নিয়ম বাংলাদেশ
অনলাইনে জমির দলিল বের করার নিয়ম বাংলাদেশ
বাংলাাদেশে এখন অনলইনে জমির দলিল বের করা এখন অনেক সহজ । অনলাইন এ যেভাবে আপনার জমির দলিল খুব সহজে বের করতে পারবেন সেটা দেখানো হলো ।
১ঃ প্রথমে ভূমি তথ্য ওয়েবসাাইটে প্রবেশ করুন
এখানে ক্লিক করুন ভূমি তথ্য ওয়েবসাইট এটা হলো বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রনালয় এর অফিসিয়াল ওয়েবসাইট ।
২ ঃ ভূমি সেবা - eporcha বা খাতিয়ান দেখার ওয়েবসাইট ব্যবহার করুন ।
ই পরচা ওয়েবসাইট যেতে ক্লিক করুন । এখানে আপনি খতিয়ান ( CS,SA,RS,BS) অনলাইন এ দেখতে পারবেন ।
৩ ঃ আপনার জেলার তথ্য নির্বাচন করুন।
- আপনার জেলা নির্বাচন করুন
- আপনার উপজেলা নির্বাচন করুন
- আপনার মৌজা নির্বাচন করুন
এর পর খতিয়ান নাম্বার বা দাগ দিয়ে সার্চ করুন
৪ঃ অনলাইন এ খাতিয়ান/দলিল যাচাই করুন
যদি তথ্য ডিজিটাল ফরমেটে থাকে,তাহলে আপনি পর্চা দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কি পরিশোধ করে অনলাইন কপি পাওয়া যায় ।
- দলিল মানে মূলত রেজিস্ট্রি দলিল ,যেটা সাব-রেজিস্ট্রি অফিস এ রেজিস্ট্রেশন হয়
- খাতিয়ান মানে জমির রেকর্ড ,যা ভূমি অফিসে তৈরি হয় ।
- অনলাইনে সব মৌজার তথ্য েএখনো সংযুক্ত হয়নি ,তাই কিছু তথ্য হয়তো আপনি অনলাইনে পাবেন না।
- সে ক্ষেত্রে স্থানীয় ভুমি অফিস এ যোগাযোগ করতে হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url